শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১
The Daily Post

সাগরে নিখোঁজ মঠবাড়িয়ার পাঁচ জেলের ৭ দিনেও খোঁজ মেলেনি 

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি

সাগরে নিখোঁজ মঠবাড়িয়ার পাঁচ জেলের ৭ দিনেও খোঁজ মেলেনি 

সাগরে মাছ ধরতে গিয়ে পিরোজপুরের মঠবাড়িয়ার ছোটমাছুয়া গ্রামের ১২ জেলের মধ্যে ৭জন ফিরে এলেও ৭দিনে খবর মেলেনি ৫ জেলের। নিখোঁজ ৫ জেলের বাড়িতে চলছে শোকের মাতম। 

নিখোঁজ জেলেরা হলেন, ছোট মাছুয়া গ্রামের হাফেজ আলমের ছেলে বাহাদুর আলম, উদ্ধত আলী আকনের ছেলে এমাদুল আকন, আতাহার শাহের ছেলে আল আজিম শাহ, মোসলেম হাওলাদারের ছেলে সালাম হাওলাদার ও পার্শ্ববর্তী ভান্ডারিয়া উপজেলার জুনিয়া গ্রামের মোখলেস হাওলাদারের ছেলে আবদুর রহমান হাওলাদার।

মহিপুর হাসপাতালে চিকিৎসাধীন ফিরে আসা জেলেরা জানান, গত ২৬ জুন আমরা ১২ জেলে একত্রে একটি ট্রলার নিয়ে মাছ ধরার উদ্দেশ্যে রওয়ানা হই। পটুয়াখালীর মহীপুর থেকে বরফসহ প্রয়োজনীয় মালামাল নিয়ে সাগরে মাছ ধরে গত ৩০ জুন রাতে ফেরার পথে হঠাৎ ঝড়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। 

এসময় আমরা সাঁতরিয়ে ফিরে আসতে পারলেও অন্য ৫ জনের খবর আজও পাইনি। মঙ্গলবার (২ জুলাই) নবনির্বাচিত মঠবাড়িয়া উপজেলা চেয়ারম্যান অ্যাড. বায়জিদ আহম্মেদ খান সরজমিনে গিয়ে জেলে পরিবারগুলোকে সার্বিক সহয়তা ও নিখোঁজদের উদ্ধারের আশ্বাস দেন।

এব্যপারে মঠবাড়িয়া ইউএনও আবদুল কাইয়ূম জানান, সাগরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ ৫ জেলেকে উদ্ধারের চেষ্টা চলছে। 

টিএইচ